শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবগঞ্জ সীমান্তে ৬ কেজি গানপাউডার উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত এলাকা থেকে ৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৫৩ বিজিবি অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৩/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কালুপুর মাঠ এলাকা থেকে এগুলো উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন বিওপির জেসিও সুবেদার আবদুল খালেক সরকার।
বিজিবি জানায়, ১৪-১৫ বছরের একজন অজ্ঞাত কিশোর একটি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি টহল দল দেখে হাতে থাকা ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে তার ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গানপাউডার পাওয়া যায়। এগুলোর মধ্যে ৩ কেজি ছিল সাদা গানপাউডার ও দেড় কেজি করে হলুদ ও কালো রংয়ের গান পাউডার। উদ্ধার হওয়া গানপাউডার শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে বলে জানান ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন