যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কায় শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অঙ্গরাজ্যটির সবচেয়ে বড় শহর অ্যাংকারিজ থেকে ১২ কিলোমিটার উত্তরে। স্থানীয় সময় শুক্রবার এই ভূমিকম্প আঘাত হানে। এতে হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি। অ্যাংকারিজ শহরে প্রায় তিন লাখ মানুষের বাস। শহরটির আশেপাশে আরও ১ লাখ মানুষ বসবাস করেন। আলাস্কার গভর্নর বিল ওয়াকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন। পুলিশ ও দমকলবাহিনী আলাস্কার সেনা ও ন্যাশনাল গার্ডের সঙ্গে উদ্ধার তৎপরতা সমন্বয় করছে বলে জানিয়েছে পুলিশ প্রধান জাস্টিন ডল। বিবিসি সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ২৯ মিনিট প্রথম কম্পন অনুভূত হয়। এর পরবর্তী ৬ ঘণ্টায় অন্তত ৪০ বার (আফটার শক) মাঝারি ও মৃদু কম্পন অনুভূত হয়েছে আলাস্কায় যার মধ্যে সর্বোচ্চটির কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৭ ম্যাগনিটিউড, তিনটির তীব্রতা ছিল ৫ ম্যাগনিটিউডের বেশি এবং দশটির তীব্রতা ছিল ৪ ম্যাগনিটিউডের বেশি। আলাস্কার বিভিন্ন এলাকায় একাধিক ছোট ও মাঝারি মাপের বাড়ি এবং উড়ালপুলের ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। প্রায় ১০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কয়েকটি ভবন ও সেতু ধসে পড়েছে বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, কম্পন থেমে যাওয়ার পর ব্যস্ত এলাকার মানুষেরা নিজ নিজ বাস ভবনে ফিরে যান। আল-জাজিরা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন