কোর্ট রিপোর্টার : প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ চক্রান্তের মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ফের ৫ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। এর আগে পাঁচ দিন রিমান্ড শেষে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান আরাফাত মাহমুদুরকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবী সানাউল্লা মিয়া রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে মাহমুদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।
মামলার নথি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের ব্যক্তিগত তথ্য পেতে ওই দেশে থাকা এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজার এফবিআইর এক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন। পরে এ বিষয়টি ওই দেশের আদালতে প্রমাণিত হয় এবং গত বছর সিজারকে দ- দিয়ে যুক্তরাষ্ট্রের আদালত রায় দেন। রায়ে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলের ক্ষতি করার লক্ষ্যে তার ব্যক্তিগত তথ্য পেতে আসামি এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দিয়েছিলেন। ঘুষ দিয়ে তথ্য পাওয়ার পর তা সিজার বাংলাদেশে সরবরাহ করেছিলেন। ওই রায়ের পর জয়কে অপহরণের চক্রান্তের ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করেন।
এর আগে এ মামলায় বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে পায় গোয়েন্দা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন