স্টাফ রিপোর্টার : ঢাকার যাত্রাবাড়িস্থ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ সুলাইমান হাওলাদার জর্ডানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জর্দানে বিশ্ব কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের সেরা হাফেজরা অংশগ্রহণ করে। এতে বাংলাদেশের সেরা হাফেজদের পরাজিত করে প্রথম স্থান অধিকার করেছে হাফেজ সুলাইমান হাওলাদার। চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে উল্লেখিত মাদরাসার ৫জন হাফেজ নির্বাচিত হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে জর্ডানে অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় উল্লেখিত মাদরাসার হাফেজ ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে। এ পর্যন্ত উক্ত মাদরাসার ২৫ জন হাফেজ বিশ্বের প্রায় শতাধিক দেশকে পরাজিত করে ১ম. ২য়, ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের মাদরাসার শিক্ষা ব্যবস্থার মানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন। হাফেজ সুলাইমান হাওলাদার সকলের কাছে দোয়া প্রার্থী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন