রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএনপি নেতা জাফরুল হাসান গ্রেফতার

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১:২৯ এএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজধানীর শ্যামলীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাফরুল হাসান বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ আছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের মধ্যদিয়ে প্রমান করলো আওয়ামী সরকার মনুষ্যত্বহীন সরকার। এই স্বৈরাচারী সরকারের সকল ঘৃণ্য আচরণে এটি অত্যন্ত সুষ্পষ্ট যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে। ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী সরকারকে হিংস্্রতার শেষ সীমানায় নিয়ে গেছে।
তিনি বলেন, দেশের মানুষকে ভীত-সন্ত্রন্ত রাখতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার। ভীষণ অসুস্থ জাফরুল হাসানকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন