‘সাংবাদিকবান্ধব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মারকগ্রন্থ’ এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন তিনি তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তিনি রাজনীতিকে অন্তরে ধারণ করেছিলেন। জনগণের কল্যাণেই ছিল তার রাজনীতি।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। বক্তব্য রাখেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী বেগম হাসিনা মহিউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্মারকগ্রন্থ প্রকাশনা কমিটির আহবায়ক মোয়াজ্জেমুল হক। অন্যান্যের মধ্যে যুবলীগ চট্টগ্রাম মহানগর কমিটির আহŸায়ক মহিউদ্দিন বাচ্চু, সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর স্মৃতি ধরে রাখতে তার পুত্রকে মনোনয়ন দেওয়া হয়েছে। ১৯৬ পৃষ্ঠার স্মারক গ্রন্থটিতে ৫৬ জন সাংবাদিকের লেখা সংকলিত হয়েছে। এতে মহিউদ্দিন চৌধুরীর জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে।
এছাড়া এতে আছে আছে তার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা ও ছবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন