শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্ট খায়রুল মজিদ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:২৬ পিএম

ঢাকা ক্লাব লিমিটেডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী খায়রুল মজিদ। ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ শেষে শনিবার (৮ ডিসেম্বর) রাতে ফলাফল ঘোষণা করা হয়।
খায়রুল মজিদ পেয়েছেন ৫৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। তিনি পেয়েছেন ৩১৯ ভোট। আরেক প্রেসডেন্ট প্রার্থী এনামুল হক পেয়েছেন ৬৫ ভোট।
এদিকে, সর্বোচ্চ ৭৪৪ ভোট পেয়ে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডা. জহিরুল ইসলাম। নির্বাচিত অন্য সদস্যরা হলেন, মাহমুদ কলি, আনহারা এম সিদ্দিকী, নূর আফরোজ, ইফতেখার রহমান, মজিবুর রহমান মৃধা, নিলুফার করিম, আলমগীর ভুঁইয়া, ইকবাল বাহার চৌধুরী, নাজিম উদ্দিন আহমেদ, এস এম জেড রাজ্জাক, আহম এম আসকারী, এইচ এম মোর্শেদ, আলী কবির চান্দ এবং মোহাম্মদ আলী ডীন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন