শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

ডাস্টবিন ব্যবহার নিশ্চিত করুন

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চাঁদপুরকে ইলশে বাড়ি বলা হয়। সৌন্দর্যের দিক থেকে চাঁদপুর অন্যতম একটা শহর। বিভিন্ন জেলার পর্যটকরা পিকনিক স্পট হিসেবে চাঁদপুরের তিন নদীর মিলনস্থলকে নির্ধারণ করে নেয়। চাঁদপুরের ইলিশ পুরো বিশ্বে রফতানি করা হয়। ফলে চাঁদপুর এক নামে সর্বত্র পরিচিত। এত সুন্দর ও নামকরা জেলা হওয়া সত্তে¡ও কিছু অসাধু লোক সৌন্দর্যমণ্ডিত শহর চাঁদপুরকে দূষিত করছে দিনের পর দিন। তরিতরকারির খোসা, পলিথিন ব্যাগ, নিত্যপণ্যের অব্যবহারকৃত অংশ ডাস্টবিন থাকা সত্তে্ও রাস্তার পাশে, যেখানে-সেখানে ফেলে রাখে। ফলে পরিবেশ দূষণ হচ্ছে। অনেকে আবার দেখা যায়, ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলে এর পাশে ফেলে রাখে। শহরের অসাধু ও অজ্ঞ লোকেরা যাতে ডাস্টবিন ব্যবহার নিশ্চিত করে, সে জন্য জনমত ও গণসচেতনতা নিশ্চিত করুন।
মকবুল হামিদ
বাংলা অনার্স, চাঁদপুর সরকারি কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন