শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পানামা পেপারস কেলেঙ্কারি : আরও দুই ব্যবসায়ীকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশী নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে আরও দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ওই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি দল। দুদক সূত্র জানায়, স্প্রিংশোর ইনকরপোরেটের দুই পরিচালক এফএম জুবাইদুল হক ও সালমা হককে আজ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী। একই ঘটনায় গতকাল বুধবার আজমত মঈন নামের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদক সূত্র জানায়, ব্যবসায়ী আজমত রাইস্টার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ার হোল্ডার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন