সুদানের পূর্বাঞ্চলীয় কাদারিফ প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত সাত সরকারি কর্মকর্তা। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার হওয়া এ দুর্ঘটনার বিষয়টি কর্তৃপক্ষের বরাতে নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের মধ্যে কাদারিফ প্রদেশের গভর্নর, মন্ত্রিপরিষদ প্রধান, স্থানীয় পুলিশ প্রধান এবং কৃষি মন্ত্রী রয়েছেন। একইসঙ্গে তাদের তিন নিরাপত্তা কর্মকর্তাও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাকিদের উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘটনার দিন তারা প্রদেশটির নিরাপত্তা সফরে যাচ্ছিলেন। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন