শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

যানজটের নিরসন চাই

| প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ঢাকার কারওয়ান বাজার, বাংলামোটর আর শাহবাগের যানজট নতুন বিষয় নয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন অজস্র যানবাহন চলাচল করে। চলাচল করে অসংখ্য মানুষ। প্রতিদিনই এই জায়গাগুলোতে যানজটের সৃষ্টি হয়। শুধু যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং দুটি রাস্তার সংযোগস্থল হওয়ার কারণেই যে এই যানজট, তা নয়। পথের ওপর মানুষের নেমে আসা এবং সিগন্যাল অমান্য করার প্রবণতাও যানজটের অন্যতম কারণ। অফিস সময়ে তীব্র যানজটে ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ আর ওই দিকে বিজয় সরণি পর্যন্ত এলাকাগুলোতে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে ওঠে। যানজটের কারণে এসব এলাকার দোকানগুলো সমস্যার মধ্যে পড়ে। গাড়ির হর্নের প্রাবল্যে গোটা এলাকা যেন কাঁপতে থাকে। এর সুরাহা চাই।
লিয়াকত হোসেন খোকন
ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন