রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষক হাসনা হেনা জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে গত রোববার ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পান হাসনা হেনা।
হাসনা হেনার সহকর্মী সিনিয়র শিক্ষক মুসতারী সুলতানা বলেন, গত রোববার হাসনা হেনা আপার জামিন মঞ্জুর করেন আদালত। গতকাল তাকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয়। বিকেল সাড়ে ৪টায় মগবাজারের ডাক্তার গলিতে তিনি তার বাসায় পৌঁছান।
প্রসঙ্গত, অরিত্রী অধিকারী নামে নবম শ্রেণির এক ছাত্রীর আত্মঘটনায় প্ররোচনার অভিযোগ এনে তিনিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে ছাত্রীর বাবা। এ ঘটনায় গত বুধবার রাতে উত্তরা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন