রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হিসাবে দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে প্রেষণে ভিকারুননিসায় নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।
নিয়োগ আদেশে বলা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রণ হবে। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন