মাগুরা কারাগারে সাইফার রহমান (৬০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
হার্ট অ্যাটাক হওয়ার পর মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। সাইফার রহমানের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামে।
মাগুরা কারাগারের জেল সুপার তাইববুর রহমান বলেন, সাইফার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন