ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার পর স্থানীয় মদারবাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাবলুর রহমান, হাফিজুর রহমান, এ্যামিল হাসান, আনোয়ার হোসেন, রুহুল হোসেন, লতা বিশ্বাস ও হুরাইরা বিশ্বাস।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাত ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুম নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মদারবাজারে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৭ জন আহত হয়।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন