শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি নেতা-কর্মীর হামলায় আওয়ামীলীগ সমর্থিত পিতা-পুত্রসহ ৪ জন আহত

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৩:১৭ পিএম

দিনাজপুরের বিরলে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীর হামলায় আওয়ামীলীগ সমর্থিত পিতা-পুত্রসহ ৪ জন আহত হয়েছে। ৩ জন হাসপাতালে ভর্তি।
আহতরা হলেন, দুলহারী গ্রামের মৃত মশির উদ্দীনের পুত্র আফজারুল ইসলাম (৭০), একই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র শাহিন আলম (২৫),রাজু ইসলাম (১৮), এবং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৪৩)। আহতদের মধ্যে আব্দুর রাজ্জাক ছাড়া সকলে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আব্দুর রাজ্জাক প্রাথমিক চিকিৎস্যা নিয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলার সদর ইউপি’র দুলহরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আফজারুল ইসলাম জানান, বিরল উপজেলা বিএনপি’র নেতা সাদেক হোসেনের নেতৃত্বে মনছুর, সিদ্দিকুর, রশিদুলসহ বিএনপি’র ১০ হতে ১৫ জনের একটি দল ভোট চাইতে ঐ এলাকায় যায়। তারা ধানের শীষ মার্কায় ভোট চাইলে আওয়ামীলীগ সমর্থিত ভোটার আফজাল বলে আমরা নৌকা মার্কায় ভোট দিব। একথায় বিএনপি’র লোকজন ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করতে থাকে। এঘটনায় তারা আহত হয়। এলাকার লোকজন ছুটে আসলে হামলা কারিরা পালিয়ে যায়। এরিপর্ট লেখা পর্যন্ত আহতদের পক্ষ্য থেকে বিরল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি খবর পাবার সাথে সাথে ঐ এলাকায় ফোর্স পাঠিয়েছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বিএনপি নেতা সাদেক হোসেন ঘটনার বিষয় অস্বীকার করেছে।
বিরলে ২ বিএনপি নেতা-কর্মী আটক।
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা॥ দিনাজপুরের বিরলে শুক্রবার রাতে বিস্ফোরক মামলায় ২ বিএনপি নেতা-কর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। অটককৃতরা হল, উপজেলার রাণীপুকুর ইউপি’র রাণীপুকুর গ্রামের মৃতঃ আবুল বাশারের পুত্র ৫নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম (৫০) মির্জাপুর গ্রামের বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের পুত্র নাঈম রানা (২০)। তাদেরকে বিরল থানার বিস্ফোরক আইনে মামলা নং ৩৯/১৮ এ গ্রেফতার দেখানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন