পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় জাতিগত সহিংসতায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬১ জন। দেশটির দক্ষিণাঞ্চলে এ সহিংসতার ঘটনা ঘটে। শনিবার ইথিওপিয়া’র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী কেনিয়ায় পালিয়ে যাচ্ছেন শত শত মানুষ। ২০১৮ সালের মার্চে প্রথমবারের মতো আধুনিক ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ওরোমো জাতিগোষ্ঠির নেতা আবি আহমেদ। মূলত এর পর থেকেই দেশটিতে জাতিগত সহিংসতা বাড়তে শুরু করে। প্রধানমন্ত্রী হিসেবে ওরোমো জাতিগোষ্ঠীর নেতা আবি আহমেদ’কে মানতে রাজি নয় ইথিওপিয়ার অন্য জাতিগোষ্ঠীগুলো। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন