পুরনো ঢাকার লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার পুত্রবধূ জিন্নাত আরা (১৮) আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ‘সোমবার দুপুর দেড়টার দিকে লালবাগ কেল্লা মোড় এলাকায় বাসার গেট খুলে বের হওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার ছেলের বউ জিন্নাত আরা এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনকে ঢামেক হাসপাতালে আনলে রাতে পারুল মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন