শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আব্দুল্লাহপুর-কাজলা সড়কে ৮৮ সিসি ক্যামেরা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

অপরাধ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে কাজলা সড়কে ৮৮টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এ বিষয়ে গতকাল ডিএমপির সদর দফতরে বেসরকারি প্রতিষ্ঠান ‘ফাইবার এট হোম লিমিটেড’র সাথে ট্রাফিক বিভাগের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ৩৩টি পয়েন্টের ৩৮টি লোকেশনে এসব ক্যামেরা বসানো হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ডিএমপির পক্ষে উপ পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী ও ফাইবার এট হোমের ম্যানেজিং ডিরেক্টর মইনুল হক সিদ্দিকী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। আগামী ৩ বছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্যামেরা ইনস্টলমেন্ট, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য সেবা বিনা চার্জে প্রতিষ্ঠানটি বহন করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন