চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কর্মকর্তা-কর্মচারীদের ‘ফায়ার ফাইটিং, ফায়ার প্রিভেনশন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার শুরু হয়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ষোলশহর প্রধান কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রামের তত্ত¡াবধানে কেজিডিসিএল এর মানব সম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় কোম্পানীর কর্মকর্তা কর্মচারীদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে মোট ৪০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। আজ শনিবার বিকালে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেজিডিসিএল’র উপ-মহাব্যবস্থপক (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রমে কোম্পানীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন কেজিডিসিএল’র উপ-মহাব্যবস্থাপক (কমন সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটিজ) মিসেস তৃপ্তি দত্ত। মুখ্য বক্তা ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় ডিএডি মো. আবদুল মালেক। বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষক মো. আবদুল মান্নান, প্রণব চৌধুরী। সমন্বয়ক ছিলেন ব্যবস্থাপক (এইচপি) আজিজুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক (এইচআরডি) মীর মোহাম্মদ সফিউল আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন