শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পণ্যের প্রদর্শনী স্মার্টফোন ও ট্যাব এক্সপো। দুদিনব্যাপী এই প্রদর্শনী স্থানীয় হল ২৪ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। টানা পাঁচবার ঢাকা মাতিয়ে এবার প্রথমবারের মতো চট্টগ্রামে এ প্রদর্শনীর আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপণা প্রতিষ্ঠান এক্সপো মেকার। গতকাল শুক্রবার সকাল ১০ টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
দুপুরে সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এডিসন গ্রæপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, আল আমিন দেওয়ান, এক্সপো মেকারের হেড অব অপারেশন ও মেলার সমন্বয়কারী নাহিদ হাসনাইন সিদ্দিকীসহ মেলার আয়োজক, পৃষ্ঠপোষক, সহ-পৃষ্ঠপোষকসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন