শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সংবাদ সম্মেলনের মাধ্যমে চৌদ্দগ্রামে ১১ ইউপিতে বিএনপির নির্বাচন বর্জন, পুনঃনির্বাচন দাবি

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : ভোটের আগের রাতেই নৌকায় সিল মারা ও ধানের শীষের এজেন্টদের জোরপূর্বক বের করে দেয়ার অভিযোগ এনে কুমিল্লার চৌদ্দগ্রামের ১১ ইউপির চেয়ারম্যান পদে নির্বাচন বর্জন করেছে উপজেলা বিএনপি। শনিবার দুপুর সাড়ে বারটায় চৌদ্দগ্রাম বাজারস্থ বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী এ ঘোষণা দেন। এসময় তিনি সরকারের নিকট ওই ১১ ইউপিতে পুনঃ নির্বাচন দাবি করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারী সাজেদুর রহমান মোল্লা হিরণ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির সেক্রেটারী প্রভাষক এয়াকুব আলী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসান শাহরিয়ার খাঁ, ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলকরা ইউনিয়নের আনম সলিমুল্লাহ টিপু, কনকাপৈত ইউনিয়নের গাজী কবির, গুনবতী ইউনিয়নের রফিকুল ইসলাম চৌধুরী, জগন্নাথদীঘি ইউনিয়নের আবদুল হালিম, উজিরপুর ইউনিয়নের আবদুল সোবহান, কালিকাপুরের আখতারুজ্জামান বাবুল, শুভপুরের আবদুল কুদ্দুস মজুমদার, বাতিসা ইউনিয়নে মনির হোসেন, মুন্সিরহাট ইউনিয়নের জিয়াউর রহমান, ঘোলপাশা ইউনিয়নের আশরাফুল ইসলাম ইমরান, চিওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জালালসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নৌকায় সিল মারার কয়েকটি ব্যালট পেপারও দেখান বিএনপি নেতৃবৃন্দ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন