পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : জেলার পীরগঞ্জে বৃষ্টির সাথে বজ্রপাতের পৃথক কয়েকটি ঘটনায় ২ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সকাল ১১ টার দিকে আকষ্মিক ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনায় বনডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন(৪০) ও খটসিঙ্গা গ্রামের রামানন্দ রায়ের পুত্র মধাব চন্দ্র (২৫) নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মহেশপুর গ্রামের কার্তিক রায়ের পুত্র আঙ্গাই (৩৬) ও জিতেন (৩৪), রাতোর খটসিঙ্গা গ্রামের শিশিরের পুত্র দিলিপ (২৮), বহড়া মালগাঁও গ্রামের রাশেদ আলীর পুত্র জয়নাল (৩৮), ইসলামের পুত্র মতিউর রহমান(২৫), হায়দার আলীর পুত্র নয়াবাড়িয়া (৩৫), মল্লিকপুর গ্রামের জানশা মোহাম্মদের পুত্র খলিলুর রহমান (৬৫)। আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে আশঙ্কাজনক অবস্থায় আঙ্গাই, দিলিপ, জয়নাল ও মতিউরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন