শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের পাল্টাপাল্টি অভিযোগ

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট বিরোধী পক্ষ সেনাবাহিনীর অপক্ষায়

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৮ পিএম

কক্সবাজারে চলছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী অফিসে অগ্নি সংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাল্টা অভিযোগ। গত কয়েকদিনে কক্সবাজারের ৪ টি আসনে কয়েক ডজন নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগ এর মত ঘটনা ঘটেছ। এনিয়ে ঘটেছে মামলা হামলার ঘটনাও।
টেকনাফের হ্নীলায় পাওয়াগেছ ধানের শীষের অফিস ভাঙচুরের অভিযোগ।
উখিয়ায় পাওয়াগেছে নৌকার প্রচার গাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ। রামুতে পাওয়াগেছে ধানের শীষের অফিস ভাঙচুর ও নৌকার কয়েকটি অফিসে অগ্নি সংযোগের অভিযোগ।
চকরিয়ায় পাওয়াগেছে, ধানের শীষের প্রার্থীর উপর মামলাও অফিস ভাঙচুরের অভিযোগ।
উখিয়ায় নৌকার প্রচার গাড়িতে অগ্নিসংযোগর অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান এড শাহজালাল চৌধুরী ও পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
একইভাবে মহেশখালীতে ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদের উপর নৌকা সমর্থকদের হামলাও অফিস ভাঙচুরের অভিযোগ করেছেন
তিনি।
জানাগেছে এসব বিষয় নিয়ে পুলিশের ভূমিকায় খুশী নয় বিরুধী পক্ষ। তাদের অভিযোগ পুলিশ এব্যাপারে পক্ষপাতিত্ব করছে। ধানের শীষের নেতা-কর্মীদের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা করছে। তারা থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেনা। তাই তারা সেনাবাহিনী মাঠে নামার অপেক্ষা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন