সাবেক সংসদ সদস্য ও ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে ভোট স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী এ আসনে ভোটগ্রহণ হবে ২৭ জানুয়ারি। আর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ জানুয়ারি। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ভোটের নতুন তারিখ ঘোষনা করেন। এর আগে ২০ ডিসেম্বর ইসি সচিব জানিয়েছিলেন, ড. ফজলে রাব্বী চোধুরীর মৃত্যুতে আগামী ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ আইন অনুযায়ী স্থগিত করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন