এবারের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হারে বরিশাল শিক্ষা বোর্ড দেশে শীর্ষ অবস্থান নিলেও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট পিছিয়েছে। বরিশাল বোর্ডে এবার পাশের হার ৯৭.০৫% হলেও সারা দেশের গড় পাশের হার ৮৫.৮৩%। গত বছরও বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ছিল সর্বোচ্চ, ৯৬.৩২%। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এবছর দেশের শীর্ষস্থান দখল করেছে ঢাকা বোর্ড। তবে এবার ৪র্থ বিষয় না থাকায় সব বোর্ডেই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় হৃাস পেয়েছে বলে দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৬৬ হলেও অংশগ্রহণকারী ছিল ১ লাখ ১৪ হাজার ৪৫৭। বরিশাল ক্যাডেট কলেজের ৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এবার বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণের সংখ্যা ৪ হাজার ৯০৬ ছাত্র-ছাত্রী যা গতবছর ছিল ৮ হাজার ৪৩১ জন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন