শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রাথমিকে জিপিএ-৫ শীর্ষে ঢাকা বিভাগ

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রাথমিক সমাপনী পরীক্ষায় আট বিভাগের মধ্যে এবার ঢাকা বিভাগের শিক্ষার্থীরা পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে সেরা ফল দেখিয়েছে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। পঞ্চম শ্রেণির এই সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে ৯৭ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ঢাকা বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৯৮ দশমিক ২৫ শতাংশ। প্রাথমিক সমাপনীতে গতবার ঢাকা বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ থাকলেও পাসের হারে এগিয়ে ছিল বরিশাল বিভাগের শিক্ষার্থীরা। প্রাথমিক সমাপনীতে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে। ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন