বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পিএসসি ও ইবতেদায়িতে সিলেটে পাসের হার বেড়েছে

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল সোমবার সকালে প্রকাশিত হয়েছে। সিলেটে জেলায় এবার ফলাফলের পাসের হার পিএসসিতে ৯৩দশমকি ৬৮ এবং ইবতেদায়িতে ৯৫.৩৭। গতবার এই হার ছিল পিএসসিতে ৯১.৮৮ এবং ইএসসিতে ৯০.৪১। এবছর সিলেট জেলায় পিএসসিতে অংশ নেয় মোট ৭১ হাজার ১৪৫ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৬৬ জন। সিলেট জেলায় পিএসসিতে অংশ নেয় মোট ৬ হাজার ৪৭৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪০ জন। এ বারের ফলাফলের বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এবার শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে। এ ফলাফল সন্তোষজনক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন