রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় পাশের হার ৯৪ দশমিক ৫৭। জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন। পরীক্ষার্থী সংখ্যা ছিলো ২ লাখ ৫৩ হাজার ২২১ জন। এবার রাজশাহীর ৯১২টি স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। গত বছর এর সংখ্যা ছিল ১ হাজার ৩৫টি। এ বছর বোর্ডের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাইলে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার চতুর্থ বিষয় ছিল না। তাই ফলাফল খারাপ হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তারপরেও অন্য কোন কারণ থাকলে তা খতিয়ে দেখে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন