শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পিইসিতে দেশসেরা জয়পুরহাট

জয়পুরহাট জেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দেশের মধ্যে পিইসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে জয়পুরহাট জেলা আর জেলার মধ্যে প্রথম হয়েছে জয়পুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এবছর জেলার পাশের হার শতকরা ৯৯ ভাগ। জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে জয়পুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এবছর এ স্কুল থেকে দু’শ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে সকলেই আর জিপিএ ৫ পেয়েছে ১২০ জন। ভাল ফলাফল করায় স্কুলের শিক্ষার্থী, অভিভাকসহ শিক্ষকরা বেশ খুশি। ভবিষ্যতে আরো ভাল ফলাফল করা ইচ্ছা তাদের। বিদ্যালয়ের অভিভাবক হাজরা বেগম বলেন শিক্ষকদের পাশাপাশি বাচ্চাদের প্রতি সবসময় যত্ন নিয়েছি ফলে আমরা আশানুরূপ ফলাফল পেয়েছি। প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান, বলেন অত্র বিদ্যালয়ের ছেলে মেয়েদের অভিভাবকরা অত্যন্ত সচেতন। এবং সমসময় তাদের গঠনমূলক সহযোগিতা পাই। সে কারনে আমাদের শিক্ষকরা সবসময় সচেতনতা অবলম্বন করে ছেলেমেয়েদের পাঠ দান করেন। ক্লাসে শিক্ষকদের সবসমই নজরদারী থাকে। ফলেই কাঙ্খিত ফলাফল সম্ভব হয়েছে। আমরা এই ফলাফলের ধারাবাহিকতা আগামীতেও অক্ষুন্ন রাখার চেষ্টা করব।
জেলা প্রশাসক জাকির হোসেন বলেন জেলা প্রশাসন শিক্ষা প্রশাসন ও অভিভাবকদের সমন্বয়ে জেলা শিক্ষা বিভাগ অত্যান্ত যতে্নর সাথে এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষকরা খুবই যত্নবান। তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও অভিভাবকগণের সহযোগিতার কারণে আমরা একটি সুন্দর ফলাফল পেয়েছি। এজন্য আমরা সন্তুষ্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন