শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরকে মাদকমুক্ত সমৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তুলব

মজিবুর রহমান চৌধুরী নিক্সন

ভাংগা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ফরিদপুর-৪ কে একটি মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত ও মডেল এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গতকাল বিকেলে ভাংগা পাইলট হাই স্কুল মাঠে এক জনসভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। বেলা ২ টা থেকেই বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও সিংহ মার্কার প্রতীক, রেপ্লিকা নিয়ে বাদ্য বাজনা সহ নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।
তিনি বলেন, আপনারা অনেক কষ্ট করে আমাকে ভালোবেসে এই জনসভায় এসেছেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সন্তানদের কর্মসংস্থানের দায়িত্ব আমি নিলাম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পাঁচ বছরের কর্মকাণ্ডে তাকে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার জন্য উপস্থিত জনতার নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি এই ৫ বছরে এলাকায় তার উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। এছাড়াও তিনি এবার নির্বাচনে তার প্রতিদ্বন্দী প্রার্থী কাজি জাফরউল্লাহর কালো টাকা ব্যবহার সম্পর্কে জনতাকে সতর্ক করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন