শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাপা নেতা মহাজোট প্রার্থীর বিরুদ্ধে দলেই বিদ্রোহ!

বগুড়া-৭ আসন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বগুড়া ৭ সংসদীয় আসনের মহাজোটের মনোনীত প্রার্থী জাপা নেতা অ্যাডভোকেট আলতাব আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্রপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আজম খানের স্ত্রী ফেরদৌস আরা খানের প্রতি সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন জাপার গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রতন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৪ সালে এমপি নির্বাচিত হবার পর থেকে তিনি দলের নেতাকর্মীদের সাথে ডিটাচ থেকেছেন, কাউকেই মূল্যায়ন করেননি। তার বিরুদ্ধে লাখ লাখ টাকার আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বগুড়া জাপার সিনিয়র নেতা লুৎফর রহমান সরকার স্বপন, শাজাহানপুর উপজেলা জাপার সভাপতি আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবু সাইদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন