স্টাফ রিপোর্টার : আগামী দুই-তিন বছরের মধ্যে ঢাকা শহরকে বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য। আগামী দুই-তিন বছরের মধ্যে শহরকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। কনফিডেন্টলি বলছি, চেষ্টার কোনো ত্রæটি করছি না। গতকাল (শনিবার) দোয়েল চত্বরের আধুনিকীকরণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে নতুন সাজে সজ্জিত দোয়েল চত্বর উদ্বোধন করেন দক্ষিণ সিটি মেয়র। এ সময় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, মেয়রের দায়িত্ব যখন নিয়েছি তখন বিদ্যুৎ বিলের জন্য সিটি কর্পোরেশনের লাইন কাটার জন্য লোক এসেছিল। অথচ এখন ১৮০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। আমরা গত আট মাসে যে কাজ করেছি তা দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় নগর পরিকল্পনাবিদদের পরিকল্পনা মতই গত ৩০ বছরে রাজধানীর উন্নয়ন করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন, তাই অপরিকল্পিত নগরায়নের দায় নগর পরিকল্পনাবিদরা এড়াতে পারেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন