আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বগুড়ার ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুসহ ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০ জনকে।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা রিমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন