শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দায়িত্ব পালন করতে এসে যুবদল নেতা ছুরিকাহত

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বগুড়ার ধুনটে ছুরিকাহত হয়েছে যুবদল নেতা আমিনুল (৩০)। সে ধুনট উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক।
গতকাল শনিবার বেলা আড়াইটায় ধুনট পৌর এলাকায় হুকুম আলী বাসস্ট্যান্ডে তাকে ছুরিকাঘাত করা হলে তার পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে যায়।
৩টায় গুরুতর অবস্থায় তাকে প্রথমে ধুনট উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় আমিনুল দীর্ঘদিন আত্মগোপনে থেকে ভোটের দিনে দায়িত্ব পালনের জন্য ধুনটে ফিরে হুকুম আলী বাস স্ট্যান্ডে একটি চা স্টলে চা পান করছিল। আওয়ামী লীগের লোকজন এটা দেখে তাকে এলাকায় ফিরলো কেন জানতে চেয়ে দ্রুত এলাকা ছাড়তে বললে আলম তার প্রতিবাদ করে। প্রতিবাদ করার সাথে সাথেই তাকে ছুরিকাঘাত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন