মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টাঙ্গাইলের ৮টি আসনের কেন্দ্রগুলোতে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের ১ হাজার ১টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে গতকাল শনিবার সকাল থেকে পাঠানো হয়েছে। 

৮টি আসনে ১১টি পৌরসভা ও ১১৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২৭ লাখ ৮২ হাজার ৮৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৭৮ হাজার ২৮৮জন এবং মহিলা ভোটার ১৪ লাখ ৩ হাজার ৭৯৭জন। ১ হাজার ১টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৫ হাজার ৬৩২টি রয়েছে।
উল্লেখ্য, জেলায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে আছেন ১ হাজার ৫১জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৫ হাজার ৩৩২জন, পোলিং অফিসার ১১ হাজার ২৬৪জন, সর্বমোর্ট ১৭ হাজার ৮৯৭জন তাদের ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ ও ১০জন আনছারসহ ১১ দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ১৩টি টিম, ১৫ প্লাটুন বিজিবি ও র‌্যাব দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি আসনে ৫ জন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেটসহ ৮টি আসনে ৪০জন দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী আসনের ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলমোহর, অমোচনীয় কালীসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় ট্রাক যোগে এসব সরঞ্জাম কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হয়।

টাঙ্গাইলে ১২টি উপজেলা নিয়ে ৮টি আসন রয়েছে। আসনগুলো হচ্ছে-মধুপুর-ধনবাড়ি নিয়ে টাঙ্গাইল-১, গোপালপুর-ভুঞাপুর নিয়ে টাঙ্গাইল-২, টাঙ্গাইল-৩(ঘাটাইল), টাঙ্গাইল-৪ (কালিহাতী), টাঙ্গাইল ৫ (সদর), নাগরপুর-দেলদুয়ার নিয়ে টাঙ্গাইল-৬, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) ও বাসাইল-সখীপুর নিয়ে টাঙ্গাইল-৮ আসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন