বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নির্বাচনের ডিউটি না দেয়ায় আনছার কমান্ডারকে শ্বাসরোধে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নির্বাচনের ডিউটি না দেওয়ায় খলিল মণ্ডল (৫৪) নামে এক আনছার কমাণ্ডারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত আনছার কমাণ্ডার খলিল মণ্ডল একই গ্রামের মৃত সুজান মণ্ডলের ছেলে এবং সে নির্বাচন সময় কালীন সহকারী প্লাটুন কমাণ্ডারের দায়িত্বে ছিলেন বলে দৌলতপুর আনছার ও ভিডিপি কর্মকর্তা হামিদা খানম জানিয়েছেন।
নিহত পরিবার ও পুলিশ জানায়, ফারাকপুর গ্রামের আজের আলীর ছেলে জাদু মিয়াকে নির্বাচনের ডিউটি না দেওয়ায় খলিল মণ্ডলের সাথে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে জাদু মিয়া ক্ষুব্ধ হয়ে আনছার কমাণ্ডার খলিল মণ্ডলের গলায় জড়ানো মাফলার টেনে ধরলে শ্বাসরোধ অবস্থায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার খলিল মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত খলিল মণ্ডলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার সেকেণ্ড অফিসার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, প্রতিবেশী জাদু মিয়ার সাথে বিরোধের জের ধরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ে খলিল মণ্ডলের গলায় জড়ানো মাফলারে ফাঁস লেগে আনছার সদস্য খলিল মণ্ডল মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যার অভিযোগ দিলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
আখতার হাবিব ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:১৫ এএম says : 0
খুবই দু:খজনক ঘটনা। নিহতকে আল্লাহ ক্ষমা করুন।
Total Reply(0)
আমিন মুন্সি ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:১৬ এএম says : 0
নির্বাচনের ডিউটি কী এমন লাভজনক বিষয় যে মানুষই খুন করতে হবে। মানুষ কোথায় চলে যাচ্ছে।
Total Reply(0)
তানভীর আহমাদ ৩০ ডিসেম্বর, ২০১৮, ২:১৭ এএম says : 0
সামান্য কয় টাকার ডিউটির জন্য মানুষ খুন করে সারা জীবন জেলে খেটে মর।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন