নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় আজিজুল ইসলাম (৫২) নামে এক কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলামের বাড়ি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের শাহাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আজিজুল খড় ভর্তি ট্রলি নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় আন্তঃনগর রূপসা ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, আজিজুল ট্রলির শব্দের কারণে ট্রেন আসার শব্দ টের পাননি।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এমদাদুল হক বিষয়টির সতত্যা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন