শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কৃষ্ণা কাবেরী হত্যা মামলায় জহিরুলের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ২:৫৫ পিএম

রাজধানীর আদাবরে কলেজ শিক্ষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার আসামি এম জহিরুল ইসলাম পলাশের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুতবিচার আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
 
এর আগে ২৩ ডিসেম্বর দুপক্ষের যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন বিচারক।
 
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঞা যুগান্তরকে বলেন, মামলার একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ২০ এপ্রিল এ হত্যা মামলার বিচার শুরু হয়।
 
অভিযোগ গঠনের পর পরই আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে গেছেন। ফলে এ মামলায় আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। মামলায় ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
 
২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পর দিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)।
 
তার স্বামী সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপ-পরিচালক ছিলেন। ঘটনার পর তার বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।
 
তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন