শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

আমিরাতে নিমগাছ থেকে অনবরত বের হচ্ছে মিঠা পানি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অবিশ্বাস্য মনে হলেও বাস্তব সত্য। আরব আমিরাতের আজমানে একটি নিম গাছের মাঝামাঝি জায়গায় একটি ছোট ছিদ্র থেকে গত ১৮ দিন যাবত অনবরত মিঠা পানি বের হচ্ছে। রহস্য ঘেরা এ গাছটি এক নজর দেখতে প্রতিদিন আসছেন প্রচুর মানুষ। তবে নিম গাছ তিতা হলেও আশ্চর্যের বিষয় হচ্ছে গাছটি থেকে বের হওয়া পানি মিঠা এবং এর ঘ্রাণ অনেকটা খেজুরের রসের মতোই। এমনকি ২-৩ হাত দূরে থেকেও খেজুরের রসেরই ঘ্রাণ পাওয়া যায়। নিম গাছটি থেকে অনবরত পানি বের হওয়ায় গাছটির গোড়ার দিকে ছোট আকারে ড্রেনের মতো করে দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক চট্টগ্রামের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঝিমংখালী মিনাবাজার এলাকার ৬৮ বছর বয়সী আবুল কালাম আজাদ গাছটির বয়স ৯ বছর উল্লেখ করে ইনকিলাবকে জানান, প্রতিদিন অনেক মানুষ গাছটির এমন দৃশ্য দেখতে আসেন। তবে তার প্রশ্ন এভাবে নিম গাছটি কাঁদছে কেন? এর রহস্যই বা কী? নিম গাছ থেকে পানি বা মিঠা পানি বের হওয়ার এমন দৃশ্য জীবনে কখনোই দেখেননি বা শোনেননি বলেও জানান তিনি। তিনি বলেন, এমন প্রশ্ন শুধু তার একা নয়, যারা গাছটির এমন দৃশ্য দেখতে আসছেন একই প্রশ্ন তাদেরও।
তবে নানা জনের নানা মত থাকলেও এটি মহান আল্লাহ তায়ালার কুদরতের একটি নিদর্শন বলেই মন্তব্য দেখতে আসা লোকজনদের। আজমানের নয়া সানাইয়ায় কার্টন ফ্যাক্টরির পাশে আবুল কালাম আজাদ নামে প্রবাসী বাংলাদেশি এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ গাছটির অবস্থান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন