শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হাফেজ মাসুদ হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে এদারায়ে তালীমিয়াহ

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলা, ভাংচুর ও ছাত্র হত্যাকাÐের জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে এদারায়ে তালীমিয়াহ ব্রাহ্মণবাড়িয়া। গতকাল মঙ্গলবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার হলরুমে এদারাভূক্ত মাদ্রাসার প্রধানদের এক জরুরী সভায় এদারার প্রধান আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ হাফেজ মাসুদুর রহমানের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সারা দেশের আলেম-উলামা মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদী জনতা মাদ্রাসা ভাংচুর ও হত্যাকারীদের গ্রেফতারে রাজপথে নামতে বাধ্য হবে। তারা বলেন, হাফেজ মাসুদুর রহমান হত্যাকান্ডকে আড়াঁল করতে ও আলেম সমাজকে কুলষিত করতে ওইদিন হত্যাকারীরাই শহরের ভাংচুর ও নৈরাজ্য চালিয়েছে। সভায় কওমী মাদ্রাসার বিরুদ্ধে স¤প্রতি খাদ্যমন্ত্রী এডঃ কামরুল ইসলাম ও নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ ধরনের ইসলাম বিদ্বেষী মন্ত্রীদেরকে মন্ত্রিপরিষদ থেকে অপসারনের দাবী জানান। সভায় নাসিরনগরে হযরত শাহজালাল মসজিদ ও কওমী মাদ্রাসা কমপ্লেক্সসহ সকল কওমী মাদ্রাসা ও আলেম উলামাদের বিরুদ্ধে সর্বপ্রকার অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধ করার দাবী জানিয়ে বলেন, অন্যথায় দেশ প্রেমিক তৌহিদী জনতা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। সভায় জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, জামিয়া দারুল আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা সাজিদুর রহমান, ভূবন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুদ্দিন, দারমা মাদ্রাসার প্রিন্সিপাল মেরাজুল হক কাসেমী, উচালিয়া পাড়ার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহির, মালিহাতা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবিুবর রহমান ও মাওলানা মাজহারুল হকসহ জেলার প্রায় দুইশত মাদ্রাসার প্রিন্সিপালগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন