শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নির্লোভ রাজনীতিবিদ ছিলেন সৈয়দ আশরাফ

স্মরণসভায় বক্তারা

স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে। গতকাল বুটেক্স অডিটোরিয়ামে যৌথভাবে স্মরণসভার আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, আইটিইটি, বিবিটিইএ এবং টিইডি-আইইবি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্উদ আহ্মদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ত¡ করেন টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম। বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মত নির্লোভ রাজনীতিবীদ বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। একজন আদর্শবান রাজনীতিবীদ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ বলে মন্তব্য করেন প্রধান অতিথি প্রফেসর ইঞ্জিনিয়ার মাসউদ আহমদ। মোজাফ্ফর হোসেন বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ভবিষ্যত রাজনীতিবীদদের তার আদর্শে জীবন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন