শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ আহত ৭

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ঢাকার কেরানীগঞ্জে পূর্বশত্রুতার জেড়ধরে মধুসিটির কর্মচারী ও আওয়ামী লীগ নেতা হাজী আবু সিদ্দিক গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৭জন আহত হয়েছে। আহতরা হচ্ছে মধু সিটি হাউজিং কোম্পানীর কর্মচারী মো. সোহাগ(২৭), মো. হাছান(৩৫), মো. আজাদ হোসেন(৪৫), মো. তুষার(২৬) এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবু সিদ্দিক(৫৫) তার ছেলে মো. সিফাত হোসেন(২৪)) ও তার গাড়ির চালক। এই ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেলে তারানগর ইউনিয়নে ফুডকোট রেস্টুরেন্টের সামনে।
মধুসিটির অফিসের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা জানান, পূর্বশত্রুতার জেরধরে হাজী আবু সিদ্দিকের নেতৃত্বে ৭/৮জন লোক রামদা নিয়ে তাদের অফিসে জোড়পূর্বক ঢুকে পড়ে অফিস ভাঙচুর করে এবং অফিস স্টাফদের মারধর করলে তাদের সাথে সংঘর্ষ বাধে। এতে তাদের অফিসের ৪জন স্টাফ গুরুতরভাবে আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে দিকে সিদ্দিক গ্রুপের কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট এনামুল হক জানান, হাজী আবু সিদ্দিকের ছেলে মো. সিফাত প্রাইভেট গাড়ি নিয়ে মধু সিটির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় মধু সিটির অফিসের কর্মচারীদের সাথে তার কথা কাটাকাটি হয়। এসময় মধুসিটির অফিসের কর্মচারীরা তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে এবং ছেলে সিফাত ও গাড়ির চালককে মারধর করে। এই ঘটনার প্রতিবাদ করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবু সিদ্দিক মধু সিটির অফিসে গেলে অফিসের কর্মচারীরা তাকে এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতরভাবে আহত করে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মধু সিটির কর্মচারীদের সাথে হাজী আবু সিদ্দিকের মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন