একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন খানসহ ১৬ প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হবে। নওগাঁর ৬টি আসনেই আওয়ামী লীগ তাদের আসনে জয়ের ধারা অব্যাহত রেখেছে। অপরদিকে ঐক্যজোট (বিএনপি) আবারও ছয়টি আসনেই বিপুল ভোটে পরাজিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মিজানুর রহমান জানান, নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ৪০২৬৭০ ভোটারের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সাধন চন্দ্র মজুমদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮৭২৯০। তার নিকটতম প্রতিদ্বিন্দ্বি বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৪২০৫৬টি। জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী (লাঙ্গল) ৭৭৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোস্তাফিজুর রহমান (হাতপাখা) ১১৫৭২ ভোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী মঙ্গল কিস্কু (মই) ২৮৩ ভোট পেয়েছেন।
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে ৩২২০৯১ ভোটারের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী শহীদুজ্জামান সরকার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৭২১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জোহা খাঁন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১০০৬৬৫টি। জাকের পার্টির প্রার্থী এসএমজেএআর ফারুক (গোলাপফুল) ৭৫৯, জাতীয় পার্টির প্রার্থী মো. বদিউজ্জামান (লাঙ্গল) ৭৫৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেলোয়ার হোসেন (হাতপাখা) ৩৯১৯ ভোট।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ৩৮২৫৩৬ ভোটারের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী ছলিম উদ্দীন তরফদার নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৯০৫৮১টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৩৬০২৩টি। কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সভাপতি প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন খান (লাঙ্গল) ৩২১ ভোট, বাসদের জেলা সমন্বয়াক জয়নাল আবেদীন মুকুল (মই) ৩১৩ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র সেকেন্দার আলী (টেলিভিশন) ৯৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেলোয়ার হোসেন (হাতপাখা) ৩৯১৯ ভোট।
নওগাঁ-৪ (মান্দা) আসনে ২৮৯২২৮ ভোটের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬৮৮৪৫টি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী আবুল হায়াত মোহাম্মদ সামসুল আলম প্রামানিক ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৫৩০৪৪টি। জাতীয় পার্টির প্রার্থী এনামুল হক (লাঙ্গল) ৬৭৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী শহিদুল ইসলাম (হাতপাখা) ২৯৭ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী ডা: এসএম ফজলুর রহমান (কাস্তে) ১৫০৫ ভোট এবং জাতীয় পার্টি-জেপি সাইদুল রহমান (বাইসাইকেল) ৫৯ ভোট পেয়েছেন।
নওগাঁ-৫ (সদর) আসনে ৩১১৭১৮ ভোটের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী জননেতা প্রয়াত আব্দুল জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫৬৯৬৫টি। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮৩৭৫৯টি। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ দেলোয়ার হোসেন (হাতপাখা) ৫৩০৫ ভোট।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ২৯৪৪৯৩ ভোটারের মধ্যে আওয়ালীগের প্রার্থী ইসরাফিল আলম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮৯৮৬৪ ভোট। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী আলমগীর কবীর ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৪৬১৫০টি। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাহান আলী প্রামনিক (হাতপাখা) ১৮৪৩ ভোট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন