বহির্গমনের জন্য আমরা পাসপোর্ট নিতে আবেদন করে থাকি সংশ্নিষ্ট আঞ্চলিক অফিসে। অত্যন্ত পরিতাপের বিষয়, কিছু অসচেতন নাগরিক অসাধু দালালের মাধ্যমে বাড়তি অঙ্কের বিনিময়ে পাসপোর্ট নিয়ে থাকে এবং পাসপোর্ট আবেদন পর্যন্ত নিজে না করে দালালের মাধ্যমে করার ফলে অনেক ভুলভ্রান্তিসহ নানা ধরনের সমস্যায় পড়তে হয় পরবর্তী সময়ে। মুখে মুখে প্রচলিত- দালাল ছাড়া পাসপোর্ট মেলে অনেক দেরিতে। কিন্তু এ কথা কতটুকু সত্য, তা আমরা খতিয়ে দেখিনি। যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দালালহীন নিজের পাসপোর্ট নিজে আবেদন করে পাসপোর্ট অফিসে নিয়ে যাই, তাহলে দালালের দৌরাত্ম্যও কমবে এবং পাসপোর্ট অফিসের ওই সংক্রান্ত শৃঙ্খলা ফিরে আসবে।
আলতাফ হোসেন হৃদয় খান
চট্টগ্রাম ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন