শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাকাবের লিডস কোর ব্যাংকিং বাস্তবায়ন

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নয়নসহ যাবতীয় উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। সম্প্রতি ব্যাংকটি তাদের ৩৮১ টি শাখা জুড়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে লিডস কর্পোরেশন লিমিটেডের ‘ব্যাংকআল্টিমাস’ কোর ব্যাংকিং সিস্টেম বাস্তবায়নের জন্যে চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে রাকাবই একমাত্র বিশেষায়িত ব্যাংক যার প্রধান শাখা ঢাকার বাইরে (রাজশাহি) অবস্থিত। ব্যাংকআল্টিমাস একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোরব্যাংকিং সিস্টেম যা সার্বক্ষণিক ব্যাংকিং লেনদেন সহজ করে, অডিট ও ব্যবস্থাপনার জন্য সহজে তাৎক্ষণিক প্রতিবেদন তৈরি করে উন্নত ও কার্যকরী গ্রাহকসেবা প্রদানে সাহায্য করে থাকে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজশাহী কৃষিউন্নয়ন ব্যাংকের পক্ষে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর ও মহাব্যবস্থাপক খন্দকার গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। লিডস কর্পোরেশন লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শেখ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ওয়াহিদ, প্রধান পরিচালনা কর্মকর্তা রানা সোহেল, মহাব্যবস্থাপক বি ই এম মঞ্জুর-ই-খুদা এবং মহা ব্যবস্থাপক আনিসুর রহমান খান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন