শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাতক্ষীরায় ট্রাক চাপায় নারী নিহত হেলপার আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার: | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে শহরের বাঁকাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা খাতুন শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মহর আলীর স্ত্রী।

আটক ট্রাক হেলপার সাতক্ষীরা পৌরসভার বাটকেখালি গ্রামের ছিয়ার আলীর ছেলে আবুল কাসেম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভ্যানযোগে মনোয়ার খাতুন শহরে আসছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে শরীর থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন