নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চারজন প্রার্থীর মধ্যে তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী নির্বাচনে ভোটার কর্তৃক প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে থাকলে সে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। এবারের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুস মোট দুই লাখ ৮৫ হাজার পাঁচশ’ ৩২ ভোট পেয়েছেন। আর পরাজিত জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা লাঙ্গল প্রতীকে সাত হাজার তিনশ’ ৪ ভোট, ইসলামী আন্দোলনের বদরুল আমিন হাত পাখা প্রতীকে ছয় হাজার তিনশ’ ৭১ ভোট এবং ন্যাপের হারুন অর রশীদ কুঁড়েঘর প্রতীকে মাত্র এক হাজার ১৭ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় বিজয়ী প্রার্থী ছাড়া অপর তিনজনেরই জামানত বাতিল হয়েছে। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমাদানের সময় প্রত্যেককে ২০ হাজার টাকা করে জামানত দিতে হয়েছে। সে হিসাবে নাটোর-৪ আসনে জামানত বাতিল হওয়া তিন প্রার্থীর মোট ৬০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়লো। শেষ সময়ে হাইকোর্টে প্রার্থিতা বাতিল হওয়ায় এ আসনে বিএনপির কোন প্রার্থী ছিল না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন