শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করুন

মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

নগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশনা দিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। অন্যথায় সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। উন্নয়ন কর্মকাণ্ড জনগণের অর্থে পরিচালিত হচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে এসব প্রকল্প দ্রুত শেষ করতে হবে। তিনি গতকাল (সোমবার) চসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চসিক-জাইকা ও ঠিকাদারদের মধ্যে ত্রি-পক্ষীয় বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মেয়র বলেন, ঠিকাদারদের কাজ নেওয়ার প্রথম যোগ্যতা হলো কাজ করার সক্ষমতা। কাজের সক্ষমতা নেই এমন ঠিকাদারের কাজ নেওয়াই উচিত না। এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, জাইকার অর্থায়নে পোর্ট কানেকটিং রোড, আগ্রাবাদ এক্সেস রোডসহ ১৭টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের বিপরীতে প্রায় ২৯৪ কোটি টাকা কাজ চলমান রয়েছে। তিনি এসব উন্নয়ন প্রকল্পের কাজগুলো নির্দিষ্ট সময়ে করতে ঠিকাদারকে পরামর্শ দেন মেয়র। সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্তাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রীসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার কৃতিত্ব শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, গণতান্ত্রিক বিশ্বেও বিরল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে প্রধামন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন