দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৩ পরিচালক, ২৭ উপ-পরিচালক ও ৩৫ সহকারী পরিচালককে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল সোমবার সংস্থাটির সচিব ড. মো. শামসুল আরেফিন সই করা পৃথক আদেশে তাদেরকে পদোন্নতি দেয়া হয়। দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন- মো. সফিকুর রহমান ভূঁইয়া, এ কে এম ফজলুল হক, মো. আব্দুল গফফার, মো. আব্দুল করিম, আব্দুল্লাহ আল জাহিদ, মোহাম্মদ মোরশেদ আলম, মো. কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মো. জুলফিকার আলী, মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মঞ্জুর মোরশেদ ও এসএম মফিদুল ইসলাম।
সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন মো. আইয়ুব আলী খান, মো. আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহম্মদ, অজয় কুমার সাহা, মোহা. নূরুল হুদা, বেগম রিজিয়া খাতুন, আশীষ কুমার কুন্ডু, নাসির উদ্দিন আহমেদ, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মো. মনিরুজ্জামান, মাহমুদুর রহমান, কামরুজ্জামান, মো. মশিউর রহমান, ফারজানা ইয়াসমিন, মো. ফারুক আহমেদ, সেলিনা আকতার মনি, মো. জাহাঙ্গীর আলম, মো. জাকারিয়া, মোস্তাফিজুর রহমান, আবু হেনা আশিকুর রহমান, মো. নাজমুল হাসান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মো. হাফিজুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন